Others

মেসি বার্সেলোনার 'চে গুয়েভারা'!

ফুটবলার মেসির কোনো তুলনা হয় না, অন্তত একবিংশ শতাব্দীতে তো বটেই। তবে সাম্প্রতিক সময়ে অনেকটা অলক্ষেই ফুটবলার মেসি 'নেতা' হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সেটা জাতীয় দলের ক্ষেত্রে যেমন, বার্সেলোনার ক্ষেত্রেও তেমন। বিশেষ করে সম্প্রতি ক্লাবের অন্যায়ের বিপক্ষে তিনি যেভাবে বুক ফুলিয়ে দাঁড়িয়েছেন, তাতে তাকে এখন মার্ক্সবাদী বিপ্লবী চে গুয়েভারার সঙ্গে তুলনা করা হচ্ছে।

এ জাতীয় আরো খবর জানতে ভিজিট করুন- ReaLBDnews.com

Source link

শেয়ার করুনঃ