Entertainment

কোয়েল সহ পরিবারের সবাই করোনামুক্ত

অবশেষে স্বস্তিতে মল্লিক পরিবার। কারণ, কোয়েল-সহ মল্লিক পরিবারের সবার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। রবিবার (২ আগষ্ট) টুইট করে এই সুখবর দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

টুইটে কোয়েল বলেন, “আপনাদের ভালবাসা, প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। আমরা পরিবারের সবাই পুরোপুরি করোনামুক্ত এবং সুস্থ।”

উল্লেখ্য, গত ১০ জুলাই হৃৎকম্পন বাড়িয়ে খবর এল কোয়েল-সহ মল্লিক পরিবারের সকলেই করোনা আক্রান্ত। অভিনেত্রী নিজেই টুইটারে জানিয়েছিলেন যে বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং এবং তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

The post কোয়েল সহ পরিবারের সবাই করোনামুক্ত appeared first on Bhorer Kagoj.

এ জাতীয় আরো খবর জানতে ভিজিট করুন- ReaLBDnews.com

শেয়ার করুনঃ