Bangladesh

ছুটি শেষে অফিস-আদালত খুলছে সোমবার

ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষে সোমবার (৩ আগস্ট) থেকে খুলছে অফিস-আদালত। সেই সঙ্গে খুলছে সচিবালয়ও। এবার তিন দিনের ছুটির মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন পড়ায় মূলত ঈদের ছুটি ছিল একদিন রবিবার।

করোনা পরিস্থিতিতে এবারের ছুটিতে কর্মস্থলে থাকতে বলা হয়েছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। সেই সঙ্গে গার্মেন্টস শ্রমিক সহ অন্যান্যদের বাড়ি যেতে না করা হয়েছিল। আর যেসব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ঈদ করতে বাড়িতে গেছেন, তারা সোমবার থেকে অফিসে যোগ দেবেন।

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী-সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। করোনার কারণে এমনিতেই সরকারি অফিস চলছে ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারী দিয়ে। এর মধ্যে আবার বয়স্ক এবং সন্তানসম্ভবা নারীদের অফিসে আসা একেবারেই নিষেধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

The post ছুটি শেষে অফিস-আদালত খুলছে সোমবার appeared first on Bhorer Kagoj.

এ জাতীয় আরো খবর জানতে ভিজিট করুন- ReaLBDnews.com

শেয়ার করুনঃ