Bangladesh

করোনায় মারা গেছেন এস আলম গ্রুপের পরিচালক

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন এস আলম গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোরশেদুল। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মোরশেদুল আলম চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই। তিনি সত্তরোর্ধ্ব ছিলেন।

হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বিষয়টি নিশ্চিত করেন। গেলো সোমবার তিনিসহ এস আলম পরিবারের ছয় সদস্যের শরীরে করোনা ধরা পড়ে। পরিবারের আরো এক সদস্য হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা হোম কোয়ারেন্টাইনে।

গত ১৭ মে মোরশেদুল আলমসহ তার পরিবারের ৬ সদস্যের করোনা পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে মোরশেদুল আলমের শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিলো। বৃহস্পতিবার প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের করোনার জন্য বিশেষায়িত জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তিনি। শুক্রবার সারাদিন শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার হার্ট অ্যাটাক হয়। এরপর রাত সাড়ে দশটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সুগন্ধা আবাসিক এলাকায় তাদের বাসস্থানটি লকডাউন অবস্থায় আছে।

The post করোনায় মারা গেছেন এস আলম গ্রুপের পরিচালক appeared first on দৈনিক সংবাদ কণিকা.

এ জাতীয় আরো খবর জানতে ভিজিট করুন- ReaLBDnews.com

শেয়ার করুনঃ